Shishu Bikash Kendra
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (HPNSP) কর্মসূচির অন্তর্ভুক্ত “হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট (HSM)” শীর্ষক অপারেশন প্ল্যানের আওতায় সেকেন্ডারী ও টারশিয়ারী লেভেল হাসপাতালসমূহে “শিশু বিকাশ কেন্দ্র স্থাপন” একটি চলমান প্রকল্প, যা ২০০৮ সাল হতে পরিচালিত হয়ে আসছে। ২০০৯ সালের আগষ্ট মাসে সর্বপ্রথম ৫টি টারশিয়ারী লেভেল হাসপাতালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে সেপ্টেম্বর-২০১০ এবং ফেব্রুয়ারী-২০১৪ সালে বিভাগীয় পর্যায়সহ আরো ১০টি হাসপাতালে “শিশু বিকাশ কেন্দ্র” স্থাপিত হয়। ২০২১ সালের ৭ই মার্চ নতুন আরো ২০টি কেন্দ্রের কার্যক্রম শুরু হয়।
উল্লেখ্য যে, ২০২১ সালের ১৭ই মার্চ জাতীয় শিশু দিবসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক মাননীয় সচিব জনাব মোঃ আবদুল মতিন অনলাইনে ও হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট এর সাবেক লাইন ডাইরেক্টর ডাঃ মোঃ খুরশীদ আলম এর উপস্থিতিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে এবং কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ এর পরিচালক, উপ পরিচালক, মানিকগঞ্জ জেলার বিএমএর সভাপতি ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দসহ শিশু বিকাশ কেন্দ্রের সাবেক ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ সালমুন নাহার এর উপস্থিতিতে মানিকগঞ্জে “শিশু বিকাশ কেন্দ্র” আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়।
ইতোমধ্যে, এই প্রকল্পের অধীনে ২৪টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ১১টি জেলা সদর হাসপাতালে “শিশু বিকাশ কেন্দ্র” স্থাপন করা হয়েছে। সকল কেন্দ্র সমূহে একজন করে শিশু স্বাস্থ্য চিকিৎসক, ডেভেলপমেন্টাল থেরাপিস্ট ও শিশু মনোবিজ্ঞানী অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজিস/ডিজঅর্ডার সম্বলিত ০ থেকে ১৬ বছর বয়সী শিশুদের স্বাস্থ্য ও বিকাশজনিত বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করে থাকেন।
- Providing mental health services at secondary and tertiary hospitals
- Geriatric and Palliative care
- শিশু বিকাশ কেন্দ্রের সেবা গ্রহণকারীর ধরন
- শিশু বিকাশ কেন্দ্র পরিচিতিমূলক আলোচনা
- সিটিজেন চার্টার শিশু বিকাশ কেন্দ্র
- শিশু বিকাশ কেন্দ্রের তালিকা
- ASD New Observation checklist
- Neurodevelopmental Assessment Form
- SLC Check List
- THE HOW AND WHY COMMUNICATION ASSESSMENT CHECKLIST
- Gross Motor Function Classification System (GMFCS-2)
- Gross Motor Function Classification System (GMFCS-1)
- Sensory Assessment Form
- ICD-10 CRITERIA FOR AUTISM